জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করলো সরকার

Posted by on in অর্থনীতি 0
1st Image

আগামী মাস (১ই সেপ্টেম্বর) থেকে জ্বালানি তেলেন নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ শনিবার (৩১ আগস্ট) খুলনার নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সকাল ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে এবার দাম বৃদ্ধির পরিবর্তে কমানো হয়েছে বলে তিনি জানান।
 
তার দেয়া তথ্য মতে, 

নাম নতুন দাম আগের দাম
 ডিজেল  ১০৫.২৫ টাকা,  ১০৬.৭৫ টাকা 
অকটেন  ১২৫ টাকা  ১৩১  টাকা
পেট্রোল  ১২১ টাকা  ১২৭ টাকা