আবারো বন্যার পূর্বাভাস
গেলো আগস্ট মাসের বন্যার ধকল পুরোপুরি কাটিয়ে উঠার আগেই চলতি মাসে আবারো বন্যার সম্ভাবনার কথা জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
পূর্বাভাসে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসে আরো এক দফা বন্যা দেশে আঘাত হানতে পারে। তবে এবার এই স্বল্পকালীন বন্যার কারণ হতে পারে ভারী বর্ষণ এবং ভারতের বাঁধ থেকে নেমে আসা ঢল।
গতকাল রোববার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। যা চলতি মাসেই লঘুচাপ থেকে নিম্নচাপেও রূপ নিতে পারে। ফলে দুই-তিনদিন বজ্রঝড় হতে পারে। এদিকে লঘুচাপের পাশাপাশি একই মাসে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
উল্লেখ্য যে, বৃষ্টি হ্রাস পাওয়ায় দেশে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বন্যার পূর্বাভাস যেন নতুন করে উদ্বেগ জন্ম দিচ্ছে । বিশেষ করে দেশের পূর্বাঞ্চলসহ ১২ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার এখনো সকলের চোখের সামনে ভেসে আছে।