স্পিকার শিরীনের পদত্যাগ
জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেছে শিরীন। আজ সোমবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বঙ্গভবনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরীন। এরপর গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর আবারো শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করা হয়। এর পর থেকে টানা একই দ্বায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেয়া হয়। এরপর থেকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক শুরু হয়। সেই ধারার আজ পদত্যাগ করেছে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।