কে হচ্ছেন পরবর্তী স্পিকার?

Posted by on in বাংলাদেশ 0
1st Image

 

শেখ হাসিনা পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পতদ্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে প্রেসিডেন্টের কার্যালয়। এদিকে স্পিকারের পদত্যাগে পরবর্তী সংসদের এমপিদের শপথ পড়ানোর নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এমপিদের এখন কে শপথ পড়াবেন এমন প্রশ্নে একজন বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত শিরীন শারমিন চৌধুরীই পদে বহাল আছে বলে গণ্য হবে। অর্থ্যৎ নতুন  সংসদের নির্বাচিত স্পিকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত  শিরীন শারমিনই স্পিকার হিসেবে গণ্য হবেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে ৫ টি কারণে ডেপুটি স্পিকারের পদ শূণ্য হতে পারে। এসব বিধান সত্ত্বেও তার কার্যভার অন্যকেউ গ্রহণ করার আগ পর্যন্ত  স্বীয় পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। অর্থ্যাং তিনিই নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন। তাছাড়া সংবিধান অনুযায়ী একজন ডেপুটি স্পিকার প্রয়োজনে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তর অনুপস্থিতিতে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ থেকে বুঝা যায় স্পিকার একটি গুরুত্বপূর্ণ পদ। যা কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে কেবল সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। অতএব আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরীই থাকছেন।