শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

Posted by on in খেলা 0
1st Image

পাকিস্তান ক্রিকেট দলকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ।  টেস্ট সিরিজের এই ঐতিহাসিক সাফল্যেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফোনে তিনি  শান্তকে বলেন,  ‘হৃদয় নেংড়ানো অভিনন্দন আমার এবং আমার সরকারের পক্ষ থেকে। পুরো জাতি আজ তোমাদের নিয়ে গর্বিত।’ তাছাড়া  দেশে ফেরার সময় তাদের সংবর্ধনার কথাও জানান তিনি। 

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ এবং প্রথম ইনিংসে ১৩৮ রান করে ম্যাচসেরা হন লিটন কুমার দাস। সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ।