রাতে টাইগাররা দেশে ফিরলেও ফিরেনি সাকিব
মঙ্গলবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার পর গতকাল দুইভাগে দেশে ফিরছে টাইগাররা। এদের মধ্যে একভাগ দুবাই হয়ে দেশে এসেছেন তাঁরা পৌছেছেন গতকাল রাত সাড়ে ১১টায়। আর একভাগ তারা দোহা হয়ে এসেছেন তাঁরা পৌঁছেছেন রাত ২টা ১৫ মিনিটে। কিন্তু এই দুই ভাগের কোনটাতেই ছিলোনা সাকিব আল হাসান।
এদিকে সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার ফলে তার দেশে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিলো। এবার জানা গেলো তিনি আসলেই দেশে ফিরছেন না এখন। তবে এটি কোন হত্যা মামলার জন্য নয় বরং ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। ফলে সঙ্গিদের সাথে না এসে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের।
আগামী ৯ সেপ্টেম্বর সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি। পরে আগামী ১২ই সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে ভারতে যাবেন তিনি। সেখানে ভারতের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবেন সঙ্গিদের সাথে।