রবি সিমের নাম্বার চেক ও প্রয়োজনীয় সকল কোড

By MD Alim

Updated on:

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি। ২০১৬ সালে রবি-এয়ারটেল একীভূত হওয়ার পর গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হয় রবি আজিয়াটা লিমিটেড। এরপর থেকে রবির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। আমাদের মধ্যে অনেকেই রবি সিম ব্যবহার করে থাকি। আবার অনেকেই নতুন সিম কিনে আনার পর অনেক সমস্যার সম্মুখীন হই। সাধারণত তারা রবি নাম্বার কিভাবে দেখে, রবি ইন্টারনেট অফার, রবি ব্যালেন্স চেক, রবি মিনিট চেক, রবি মিনিট অফার,  রবি এমবি চেক, রবি এমারজেন্সি ব্যালেন্স কোড এবং রবি কাস্টমার কেয়ার নাম্বার জানা থাকে না। যা প্রত্যেক রবি সিম ব্যাবহারকারীদের জানা প্রয়োজন। আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে রবি সিমের এসকল শর্টকোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও প্রযুক্তির আধুনিকতায় ফিজিক্যাল সিমের বিকল্প হিসেবে ই-সিম দিন দিন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবি তাদের ই-সিমের কার্যক্রম সারা দেশেই চালিয়ে যাচ্ছে। তাই রবি ই-সিম ও রবি ই-সিম কোথায় পাওয়া যায় এ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

নিচের যে অংশ জানতে চান ক্লিক করুন

কিভাবে রবি নাম্বার দেখে?

যারা রবির নতুন গ্রাহক তারা স্বভাবতই নতুন নাম্বার মনে রাখতে পারে না। ফলে নাম্বার ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তাই সিমের নাম্বার বের করার প্রয়োজন পড়ে। খুব সহজেই নিজের রবি নাম্বার দেখতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড অপশনে। সেখানে গিয়ে নিচের কোডটি ডায়াল করতে হবে।

কোড*2#

উপরোক্ত কোডটি ডায়াল করার পর আপনার মোবাইল স্ক্রিনে রবি নাম্বারটি প্রদর্শিত হবে। এছাড়াও আপনি যদি প্রথমেই মাই রবি অ্যাপে (My Robi) লগইন করে থাকেন তাহলে অ্যাপে প্রবেশ করেই আপনার রবি নাম্বারটি দেখতে পারবেন।

রবি ব্যালেন্স চেক করে কিভাবে?

রবির নতুন ইউজারের পাশাপাশি আমরা যারা মাই রবি অ্যাপ ব্যবহার করি তারা প্রায় সময় ই রবি ব্যালেন্স চেক করার কোড ভুলে যাই।  তাই রবি সিমের ব্যালেন্স চেক করার কোডটি মনে রাখা জরুরি।  রবি ব্যালেন্স চেক করার কোডটি নিচে দেয়া হলো।

কোড*222#

উপরোক্ত কোড টি ডায়াল করে রবি ব্যালেন্স চেক করতে পারবেন।  পাশাপাশি ২২২ নাম্বারে ডায়াল করলেও আপনাকে ভয়েসের মাধ্যমে আপনার রবি সিমের  ব্যালেন্স কত আছে বলে দিবে। 

রবি মিনিট অফার ২০২৪ দেখে কিভাবে?

রবির রেগুলার মিনিট প্যাকেজের পাশাপাশি কম দামে মিনিট কিনতে চাইলে নিচের দেওয়া কোডটি ডায়াল করতে পারেন।

কোড*999#

উপরোক্ত কোডটি ডায়াল করলে আপনার জন্য বিদ্যমান মিনিট অফার দেখতে পাবেন লিস্ট আকারে।  আপনার পছন্দ অনুযায়ী মিনিট প্যাক বেছে নিতে পারবেন।  এছাড়াও মাই রবি অ্যাপে প্রবেশ করে ‘My Offers’ অপশনে আপনার সিমের জন্য বিদ্যমান অফার দেখতে পারবেন। 

কিভাবে রবি মিনিট কিনবো?

রবি মিনিট কিনতে পারবেন ইউএসএসডি ডায়াল ও মাই রবি অ্যাপ ব্যবহার করে। ইউএসএসডি ডায়ালের মাধ্যমে রবি মিনিট কিনতে চাইলে আপনাকে নিচের কোডটি ডায়াল করতে হবে।

কোড*222*3#

উপরের কোডটি ডায়াল করার পর বিভিন্ন মেয়াদের মিনিট প্যাক দেখতে পারবেন।  আপনার পছন্দ অনুযায়ী মিনিট প্যাক বেছে নিয়ে খুব সহজেই মিনিট কিনতে পারবেন।  
মাই রবি অ্যাপের মাধ্যমে মিনিট কিনতে চাইলে আপনাকে প্রথমে অ্যাপে প্রবেশ করে যেতে হবে ‘Minute Packs’ অপশনে।  এখানেই আপনার পছন্দের মিনিট প্যাক কিনতে পারবেন আরো সহজে। 

কিভাবে রবি মিনিট চেক করে?

ক্রয়কৃত মিনিট চেক করতে পারবেন ইউএসএসডি ডায়াল অথবা মাই রবি অ্যাপ ব্যবহার করে।  ইউএসএসডি ডায়াল করে মিনিট চেক করতে নিচের কোডটি ডায়াল করুন।

কোড*3#

আশা করি উপরের কোডটি ডায়াল করে আপনি রবি সিমের মিনিট চেক করতে পারবেন। মাই রবি অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করা আরো সহজ।  শুধুমাত্র অ্যাপে প্রবেশ করলেই আপনার ক্রয়কৃত অবশিষ্ট মিনিট চেক করতে পারবেন। 

রবি ইন্টারনেট অফার দেখে কিভাবে?

রবিতে ইন্টারনেট অফার দেখতে চাইলে নিচের কোডটি ডায়াল করতে হবে।

কোড*999#

আপনার রবি সিমের জন্য ইন্টারনেট অফার দেখতে পারবেন উপরের কোডটি ডায়াল করে।  এছাড়া মাই রবি অ্যাপে গিয়ে ‘My Offers’ অপশনে গিয়ে ‘Internet’ ট্যাব এ রবি ইন্টারনেট অফার দেখতে পারবেন। 

রবি সিমে এমবি কিনবো কিভাবে?

রবি সিমে এমবি কিনতে চাইলে নিচের কোডটি ডায়াল করতে পারেন।

কোড*140*24#

উপরের কোডটি ডায়াল করার পর বিভিন্ন ধরণের প্যাক দেখতে পাবেন।  সেখান থেকে আপনার পছন্দের এমবি প্যাকটি বেছে নিয়ে কিনতে পারবেন। মাই রবি অ্যাপে ‘Internet Packs’ অপশন থেকেও এমবি কিনতে পারবেন। 

রবি এমবি চেক কিভাবে করবো?

আপনার রবি সিমে ক্রয়কৃত অবশিষ্ট এমবি দেখতে চাইলে নিচের কোডটি ডায়াল করতে হবে।

কোড*222*81# অথবা *8444*88#

এছাড়া মাই রবি অ্যাপে প্রবেশ করলেই আপনার এমবি চেক করতে পারবেন। 

কিভাবে রবি এসএমএস চেক করতে হয়?

রবি সিমে এসএমএস দেখতে হলে আপনাকে নিচের কোডটি ডায়াল করতে হবে।

কোড*222*11#

উপরের কোডটি ডায়াল করে আপনার রবি সিমে অবশিষ্ট এসএমএস  দেখতে পারবেন। 

রবি কাস্টমার কেয়ার নাম্বার কোনটি?

আপনার রবি সিম ব্যাবহারে কোনো সমস্যা পরিলক্ষিত হলে রবি কাস্টমার কেয়ার নাম্বারে কল করে আপনার সমস্যা সমাধান পেতে পারেন। রবি কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগের নাম্বারটি নিচে দেওয়া হলো।

রবি কাস্টমার কেয়ার নাম্বার158

রবি ই-সিম (Robi e SIM) কী?

ই-সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই-সিমের পুরো নাম এমবেডেড সিম(embedded SIM)। যা আপনার ফোন, স্মার্টওয়াচ বা ট্যাবলেটে এমবেডেড করা আছে। সাধারণ সিম এবং ই-সিমের মধ্যে পার্থক্য হলো, ই-সিম দ্বারা কোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয়না। ই-সিম যেহেতু মোবাইলে এমবেডেড অবস্থায় থাকে তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবেনা। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেসে অত্যাধুনিক ই-সিম প্রযুক্তি উন্মোচন করেছে দেশের বেশ কয়েকটি টেলিকম কোম্পানি। এদের মধ্যে রবির ই-সিম অন্যতম। গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করতে ই-সিম ব্যবস্থা চালু করেছে রবি।

রবি ই-সিম কোথায় পাওয়া যায়?

রবি ই-সিম (e SIM Robi) চালু করতে গ্রাহকদের রবি সার্ভিস সেন্টার অথবা অনলাইনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। ই-সিম ব্যবহার করে রবির সকল প্রি-পেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে কাঙ্খিত রবির পণ্য ও সেবাগুলো সক্রিয় করতে এবং উপভোগ করতে পারবেন।  রবি ই-সিমের বর্তমান দাম ৩৫০ টাকা। 

Leave a Comment