রেস্টুরেন্টে অভিযান অব্যাহত রাজউক ও ডিএসসিসির

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানী ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তরাঁ ও ভবনে অভিযান পরিচালনা করছে। এ সময় অগ্নি নিরাপত্তার ঝুঁকি ও আবাসিক ভবনে রেস্তরাঁ থাকায় সিলগালা করা হয় বেশ কয়েকটি রেস্তরাঁ। অভিযানের খবর পেয়ে কয়েক জায়গায় রেস্তরাঁ বন্ধ করে সরে পড়েন মালিক ও কর্মীরা।
বেইলি রোডে ‘সুলতান’স ডাইন’ নামের রেস্তরাঁ সিলগালা করে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করেছেন, তাদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অভিযানে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি ভবনের অগ্নিসুরক্ষার ছাড়পত্র হালনাগাদ না করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। ক্যাপিটাল সিরাজ সেন্টার ভবনটির পরিচালক সারফুদ্দিন সাংবাদিকদের বলেন, আমাদের সবকিছু ঠিক আছে। শুধু অগ্নিসুরক্ষার ছাড়পত্র এখনো পাইনি।
অভিযানের সময় নবাবী ভোজ নামে একটি রেস্তরাঁয় এসে দেখেন সেটি বন্ধ। সেখানে রেস্টুরেন্ট কর্র্তৃপক্ষ একটি নোটিশ ঝুলিয়ে দেয়। নোটিশে বলা হয়, ‘গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরি ভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ থাকবে। এজন্য সবার কাছে আমরা দুঃখিত’। পরবর্তীতে রেস্টুরেন্টটি সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।
রাজউকের কর্মকর্তারা বলেন, রাজউক নিয়মিত অভিযান চালাচ্ছে। শুধু রেস্তরাঁর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে না। যেখানেই সমস্যা বা কোনো ব্যত্যয় পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়াও ঢাকার খিলগাঁওয়ে রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আভিযানিক দল।রাজধানীর যেসব ভবনকে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে নোটিশ দেয়া হয়েছে সেসব ভবনের দৃশ্যমান স্থানে ঝুঁকিপূর্ণ’র নোটিশ টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেই মোতাবেক অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান স্থানে নোটিশ টানানো শুরু করেছে ।