একশো কোটি নয় বরং লাগবে এক কোটি

Posted by on in অর্থনীতি 0
1st Image

হাসিনা সরকারকালে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। তখন এটি মেরামত করতে  প্রায় একশ কোটি টাকা খরচ হবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর এখন জানা গেছে, স্টেশনটি সংস্কারে এক কোটি টাকাও খরচ হচ্ছে না।

এ বিষয়ে ডিএমটিসিএলের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত আমাদের খুব মিনিমাম একটা অর্থ ব্যয় হচ্ছে। তবে সেটা কোটির ঘরে যাবে না, আশাকরি কোটির মধ্যেই থাকবে।

আওয়ামী লীগ শাসনামলে ২০১৭ সালে ডিএমটিসিএলের এমডি হিসেবে এম এ এন ছিদ্দিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। পরে হাসিনা সরকার পালিয়ে গেলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আবদুর রউফকে দায়িত্ব দেয়া হয়।  নতুন (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানান, ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশনটির সংস্কারকাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।