ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত চোর

Posted by on in বাংলাদেশ 0
1st Image

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে ধরা খেয়েছে মো. জাফর মন্ডল (৩৫) নামে এক চোর। ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের সাবেক এমপি কাজী কেরামত আলীর মাছের প্রজেক্ট সংলগ্ন এলাকায়। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিশ্বাস রিয়াজুর হক জানান, আটক মো. জাফর মন্ডলের সঙ্গে আনুমানিক আরও ৪-৫ জন ছিলেন। তারা প্রথমে  ২টি ১০ কেভিএ ট্রান্সফরমারের ঢাকনা ও কয়েল কোর চুরি করে পোল থেকে ১০০ গজ দূরে রেখে আসে। পুনরায় আরও একটি ১০ কেভি ট্রান্সফরমারের ঢাকনা ও কয়েল কোর চুরি করার সময় চোর বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় জাফর মন্ডলকে রেখেই তার সাথের বাকীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তবে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান। তবে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।