Home আন্তর্জাতিক ইউরোপ রাশিয়ায় ঘুরতে গিয়ে বিপাকে পড়েছে ভারতীয় পর্যটক

রাশিয়ায় ঘুরতে গিয়ে বিপাকে পড়েছে ভারতীয় পর্যটক

Posted by on in আন্তর্জাতিক 1
1st Image

রাশিয়ায় ঘুরতে গিয়েছিলেন ভারতীয় একদল তরুণ। জোর করে তাদেরকে রুশ সেনাবাহিনীর সদস্য হিসেবে পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে। এমন ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের ৭ যুবকের সঙ্গে। এরইমধ্যে ভারত সরকারের কাছে সহায়তা চেয়ে ভিডিও বার্তা দিয়েছে ভুক্তভোগীরা।
তারা ভারত সরকারের কাছে অভিযোগ জানিয়ে বলেন -তারা রাশিয়ায় বেড়াতে এসেছিলেন । কিন্তু তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে তারা দ্বারস্থ হয়েছেন মোদি সরকারের কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করা ১০৫ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায়, ওই সাত যুবকের গায়ে সেনার জ্যাকেট ও হুড এবং সঙ্গে স্কাল ক্যাপ। একটি ছোট্ট নোংরা ঘরের ভিতরে তারা দাঁড়িয়ে, যার এক প্রান্তে একটি তালাবদ্ধ জানালা রয়েছে।
তাঁদের মধ্যে ছয়জন এক কোণে আটকে আছেন। সপ্তমজন হরিয়ানার কারনালের ১৯ বছর বয়সী হর্ষ - তাদের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সাহায্যের জন্য অনুরোধ করে একটি ভিডিও বার্তা রেকর্ড করেছেন।
নিজেদের এহেন খারাপ পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে হর্ষ বলেন- গত ২৭ ডিসেম্বর তারা রাশিয়ায় আসেন। তাদের ভিসা ছিল ৯০ দিনের। সেখান থেকে যাওয়ার কথা ছিল প্রতিবেশী দেশ বেলারুশে। একজন এজেন্ট তাদের বেলারুশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যখন তারা বেলারুশে যায় (ভিসা ছাড়া) তখন সেই এজেন্ট তাদের কাছে আরও টাকা চান এবং তারপরে তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তীতে, পুলিশ ওই পর্যটকদের গ্রেপ্তার করে জোর করে নথিতে সই করতে বাধ্য করে। হর্ষের কথায়, এখন ওরা (রাশিয়া) আমাদের বাধ্য করছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে।
বেলারুশ, রাশিয়ার ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে একটি। ইউক্রেন হামলা করার জন্য রাশিয়া বেলারুশের অঞ্চল ব্যবহার করেছিল। ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কো ও মিনস্ক নিয়মিতই সামরিক মহড়া চালাচ্ছে।
গত সপ্তাহে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন যে, তারা রাশিয়ায় আটকে পড়া অন্যদের সাথে যোগাযোগ করছে। তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

  1. It's appropriate time to make some plahs for the future and it's time to be happy. I've read this post and if I could I desire to suggest you some interesting things or tips. Maybe you could write next articles referring to this article. I desire to read more things about it! http://boyarka-inform.com/