বিরল রোগের চিকিৎসায় নতুন রক্তের গ্রুপ
বিরল রোগের চিকিৎসায় একটি নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বিজ্ঞানীরা। নতুন এই রক্তের গ্রুপ বিশ্বজুড়ে প্রায় হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি এটি ৫০ বছরের পুরোনো রহস্যের সমাধান করেছে বলেও জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, (এনএইচএসবিটি) বিজ্ঞানীদের একটি গবেষক দল যা যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুচেস্টারশায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট হিসেবে পরিচিত দলটি ‘এমএএল’ নামে একটি নতুন রক্তের গ্রুপ খুঁজে পেয়েছে। নতুন পরিক্ষার মাধ্যমে ১৯৭২ সালে আবিষ্কৃত ‘AnWj’ রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি শনাক্ত করেছে। যা আগে অজানা ছিলো।
ধারণা করা হচ্ছে নতুন এই আবিষ্কারের ফলে বিরল রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে। এ বিষয়ে ইতিবাচক সমর্থন জানিয়ে এনএইচএসবিটির সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি ও মিসেস টিলি বলেন, কতজন লোক এই পরীক্ষা থেকে উপকৃত হবেন তা সংখ্যায় বলা বেশ কঠিন। তবে প্রতি বছর প্রায় সারা বিশ্বে প্রায় ৪০০ রোগীর জন্য শেষ অবলম্বন হতে পারে এনএইচএসবিটি।
এই আবিষ্কারে শুধু থ্যালাসিমিয়া বা রক্তের ক্যানসারে ভোগা রোগী ছাড়াও বিরল অসুখে ভোগা রোগীদেরও আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব। পাশাপাশি এই আবিষ্কার রক্তদান প্রক্রিয়াকে আরও নির্ভুল ও নিরাপদ করে তুলবে। বলে মন্তব্য করেন বিজ্ঞানী লুইস টিলি।
ল্যাবরেটরির প্রধান নিকোল থর্নটন জানান, মানুষের শরীরে অ্যান্টিজেনের ঘাটতি থাকলে নতুন রক্তের গ্রুপ দ্বারা করা বিশেষ পরিক্ষার মাধ্যমে বিরল রক্তের গ্রুপের মানুষদের সহজেই খুঁজে বের করা যাবে। পাশাপাশি রক্তের শ্রেণিবিভাগ ও রক্তদান প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল হবে। তাই এই আবিষ্কারের ইতিবাচক ভূমিকা নিয়ে এখন আশা জাগচ্ছে বিশ্বজুড়ে হাজারো মানুষের অন্তরে।