ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে ৬৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইএসডিবি-বিআইএসইডব্লিউ- এর প্রোগ্রামটি গত উনিশ বছর ধরে চলছে ৷ তাদের বিনামূল্যের এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৭,২৭৬ জন কে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তুলেছে যারা দেশ এবং বিদেশের ৩,২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে। তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে কোর্সটি ব্যাপক ভূমিকা পালন করে।
আইএসডিবির আইটি স্কলারশিপের ৬৪তম রাউন্ডে মোট আসন আছে ১৬৫টি। তাদের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে। ৬৪তম রাউন্ডে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
এই কোর্সের মাধ্যমে নিন্মোক্ত সুযোগ-সুবিধা পাবেন-
- প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে করানো হবে।
- দেশ সেরা আইটি প্রশিক্ষণ।
- আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে।
- কোর্স শেষে IsDB Placement cell এর মাধ্যমে চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা-
- স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের নির্ধারিত ৬ টি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
- চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরা নির্ধারিত ৭টি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
যারা আবেদন করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- IsDB-BISEW IT Scholarship Programme এর আওতায় তেরটি কোর্সের উপর স্কলারশিপ প্রদান করা হয়।
- প্রতি রাউন্ডে আসন সংখ্যা সর্বমোট ১৬৫
- ঢাকা এবং চট্টগ্রামের জন্য আসন সংখ্যা যথাক্রমে ১৫০ ও ১৫
- ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হয়।
- পূর্ববর্তী রাউন্ডের কোন কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
- চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।
আবেদন করবেন যেভাবে-
আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করে দেখতে পারবেন।
লিংক : এখানে