শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ১১ বল হাতে রেখেই। দলের জয়ে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো বাংলাদেশ।
ম্যাচে শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, প্রথমে আমরা ব্যাটিংয়ে ২০-২৫ রান কম করেছি। ম্যাচ জিততে হলে আমাদের ব্যাটসম্যানদের আরও বেশি রান করতে হবে। কন্ডিশন অনুসারে আমাদের খেলতে হবে। এই কন্ডিশনে বোলারদের বোলিং করা খুবই কঠিন। কামিন্দু মেন্ডিস রান আউট হওয়ায় আমরা চাপে পড়ে যাই।
লঙ্কান অধিনায়ক আরও বলেন, আজকের খেলায় বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তাদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে।
বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা স্কোয়াড: আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, বিনুরা ফার্নান্ডো, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।