Home অর্থনীতি রেকর্ড দামে স্বর্ণ, ভরি প্রতি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা

রেকর্ড দামে স্বর্ণ, ভরি প্রতি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা

Posted by on in অর্থনীতি 0
1st Image

অতীতের সকল রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এখন আকাশচুম্বী। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরি প্রতি দাম দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। এর আগে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার(৭ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাজুস।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯৮৩ টাকা।