মূল বেতনের ১০ শতাংশ পাবেন সরকারি কর্মচারীরা

Posted by on in অর্থনীতি 0
1st Image

সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন। ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও তার সাথে যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থাৎ সরকারি কর্মচারীরদের বেতন বাড়ছে ১০ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা জানান। শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।’
পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে যোগাযোগ করে জানা যায়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। পরে তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট ঘোষণার আগেই মে মাসের মাঝামাঝিতে এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। তিনি বলেছিলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ ও নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে অবশ্য মূল্যস্ফীতি সমন্বয় হয়।
এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতির চাপে যখন সবাই পিষ্ট, নতুন ঘোষণার ফলে তখন সরকারি কর্মচারীদের জন্য না হয় একটু দম হলো। কিন্তু বাকি জনগণের জন্য কী হবে, সেটা আমার প্রশ্ন। বাজারে তো সবাই যায়।‘