শান্তির দিন ফুরিয়ে গেছে- পোল্যান্ডের প্রধানমন্ত্রী

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপিয়ান পিপলস পার্টির (ইপিপি) এক সমাবেশে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপে শান্তির দিন শেষ।এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের উত্তেজনাকর ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন তিনি।
ডোনাল্ড টাস্ক এমন সময় এই মন্তব্য করলেন যখন রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বছরে পা দিয়েছে। কিয়েভকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ‘শান্তির সময় শেষ, যুদ্ধবিহীন সময়ও শেষ। আমরা এখন নতুন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এগুলো যুদ্ধ শুরুর আগের বছর। একনায়কতন্ত্র, দুর্নীতি ও মিথ্যার বিরুদ্ধে এরইমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর ইউক্রেনে যা হচ্ছে, তা এই যুদ্ধেরই অংশ। এমন অবস্থায় আমাদের সামনে শুধু একটাই রাস্তা আছে। হয় আমাদেরকে নিজেদের সীমান্ত, ভূখণ্ড, মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে। নইলে আমাদেরকে হার স্বীকার করে নিতে হবে।’
এর আগে গত ফেব্রুয়ারি মাসে সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ বলেন, ‘আমাদেরকে এখন কয়েক দশক ধরে চলবে, এমন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’