আয়ের ১০ শতাংশ কর দিতে হবে ফ্রিল্যান্সারদের

Posted by on in অর্থনীতি 0
1st Image

বিদেশ থেকে আয় করা অর্থের ওপর ১০ শতাংশ কর দিতে হবে নন-আইটি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের। এই করের আওতায় পড়বে না যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন । ২৭ সেপ্টেম্বর, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন এই নির্দেশনা দেন। এর আগে কর আদায় বিষয়ে নির্দেশনা চেয়ে ১২ সেপ্টেম্বর কর অঞ্চল-১১ এর কমিশনারের কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়।


কর কমিশনারের চিঠিতে বলা হয়েছে, ‘আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা দেওয়ার সময় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।’
যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এই করের আওতায় পড়বে না বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।


আইটি ফ্রিল্যান্সারদের যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন),আইটি প্রসেস আউটসোর্সিং, আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েবসাইট হোস্টিং, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স, ডকুমেন্ট কনভারশন, গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিস (জিআইএস), কল সেন্টার সার্ভিস, ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ইমেজিং ও ডিজিটাল আর্কাইডিং, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্লাটফর্ম, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও সাইভার সিকিউরিটি সার্ভিস নিয়ে কাজ করেন, তাদের আয় করমুক্ত থাকবে।