স্মার্ট টিভিতেও আসবে সামাজিক মাধ্যম ‘এক্স’ এর দীর্ঘ ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’এর মালিক ইলন মাস্ক বলেছেন, খুব শিগগিরই এক্স-এর দীর্ঘ ভিডিও দেখার সুবিধা মিলবে বিভিন্ন স্মার্ট টেলিভিশনে। ফরচুনের এক প্রতিবেদনে থেকে জানা গেছে, প্রাথমিকভাবে অ্যামাজন ও স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে এ সুবিধা পাওয়া যাবে।
এক্স তাদের প্লাটফর্মে ভিডিও ও অডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ চালু করেছিল গত বছরের অক্টোবরে। এর আগে ইলন মাস্ক বলেছিলেন, তিনি এক্স-কে একটি সুপার অ্যাপে রূপান্তর করতে চান, যেখানে মেসেজিং থেকে শুরু করে অর্থ আদান-প্রদানের সেবাও মিলবে। এক্স প্ল্যাটফর্মের দীর্ঘ ভিডিওগুলো স্মার্ট টিভিতে দেখা যাবে কি না এমন পোস্টের জবাবে ইলোন মাস্ক বলেন, ‘শিগগিরই আসছে।’
টুইটার কিনে এক্স নামকরণের পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, ভিডিও নির্মাতাদের জন্য এক্সকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন। এক্স’কে একটি ‘ভিডিও-ফার্স্ট প্ল্যাটফর্ম’ বানাতে ফক্স-এর সাবেক ধারাভাষ্যকার টাকার কার্লসন ও সিএনএন-এর সাবেক সংবাদ উপস্থাপক ডন লেমনের সঙ্গেও চুক্তি করছে কোম্পানিটি। পরবর্তীতে দুই ঘণ্টার ভিডিও প্রকাশের সুযোগ চালু করে এক্স। আপলোড করা ভিডিওর আকার আরও বাড়ানোর ঘোষণা দেয় এক্স।