বাংলাদেশে আবারও আশ্রয় নিল মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

Posted by on in বাংলাদেশ 1

মিয়ানমারে স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ২৯ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে। সোমবার (১১ মার্চ) তারা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদর দপ্তররের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের বারের মতো তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে গত ফেব্রুয়ারিতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও মিয়ানমারের নাগরিকসহ ৩৩০ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তীতে দুদেশের আলোচনার প্রেক্ষিতে গত ১৫ ফেব্রুয়ারি তাদের নিজ দেশে পাঠানো হয়।

  1. এদের অস্ত্র-শস্ত্র গুলো পার্মানেন্টলি রেখে দিলে ভালো হয় । পাশা-পাশি কিছু কমপেনসেশন রাখলেও ওদের সরকারের কাছ থেকে।