বাংলালিংক ওয়াইফাই কী? বাংলালিংক ওয়াইফাই এর সংযোগ নেওয়ার পদ্ধতি

By MD Alim

Updated on:

বাংলালিংক ওয়াইফাই (Banglalink WiFi) কী?

Banglalink WiFi হলো বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড দ্বারা পরিচালিত দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট (এফডব্লিউএ) পরিসেবা, যা কোনো ধরণের তারের সংযোগ ছাড়াই বাসা বাড়ি অথবা অফিসে নিরবিচ্ছিন্ন দ্রুত-গতির ইন্টারনেট সরবরাহ করে। মূলত বাংলালিংক ওয়াইফাই এর ফিক্সড ওয়্যারলেস এক্সেস বা এফডব্লিউএ পরিসেবা পরিচালিত হবে নিকটতম বাংলালিংক এর টাওয়ারের সাথে তারবিহীনভাবে সংযুক্ত একটি অত্যাধুনিক রাউটার এর সাথে। দেশের অন্যতম জনপ্রিয় এ টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী দামে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। এই আর্টিকেলের মাধ্যমে বাংলালিংক ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Banglalink WiFi এর মাসিক ওয়াইফাই প্ল্যান

বাংলালিংক ওয়াইফাই এর বর্তমানে একটি মাত্র আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান রয়েছে। ওয়াইফাই প্যাকেজটি হলো ৯৯৯ টাকায় আনলিমিটেড ইন্টারনেট। এই প্যাকেজের জন্য ইন্টারনেটের স্পীড নির্দিষ্ট নয়। অর্থাৎ গ্রাহকের ইন্টারনেটের গতি তার অবস্থানে বাংলালিংক নেটওয়ার্কের উপর নির্ভর করবে। এবং ২০০ জিবি ডাটা ব্যবহারের পর গ্রাহকের ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস এ লিমিট করে দেওয়া হবে। ওয়াইফাই প্যাকেজের সাথে গ্রাহকেরা পাবেন টফি, বঙ্গ, চরকি ও হৈচৈ এর মতো ওটিটি প্লাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।

Banglalink WiFi এর জন্য সাপোর্টেড CPE ডিভাইস বা রাউটার

বাংলালিংক ওয়াইফাই ব্যবহারের জন্য যেকোনো 4G রাউটার ব্যবহার করা যেতে পারে। তবে TP-Link রাউটারের কয়েকটি নির্দিষ্ট মডেলে সকল বাংলালিংক ব্যাবহারকারীরা একটি ইন্টারনেট অফারের আওতাভুক্ত হবেন। তা হচ্ছে গ্রাহকেরা ৬ জিবি ডাটা(প্রতি মাসে ২ জিবি ডাটা করে ৩ মাসে সর্বমোট ৬ জিবি ডাটা) ফ্রি পাবেন। নিচে বাংলালিংক ওয়াইফাই এর জন্য সাপোর্টেড কয়েকটি TP-Link রাউটারের মডেল সম্পর্কে আলোচনা করা হলো।

রাউটারের মডেলডিভাইস লিমিটদাম
TP-Link TL-MR105Upto 32 Device৪৪৯০ টাকা
TP-Link TL-MR100Upto 32 Device৫৮৯০ টাকা
TP-Link TL-MR150Upto 32 Device৬৬৯০ টাকা
TP-Link TL-MR6400Upto 32 Device৭৬৯০ টাকা


TP-Link এর রাউটারগুলো বাংলালিংক সেন্টার অথবা বাজার থেকে কিনতে পারবেন। সেক্ষেত্রে দামের কম-বেশি হতে পারে।

Banglalink WiFi ব্যবহারের জন্য কি আলাদা বাংলালিংক সিম লাগে?

যেকোনো বাংলালিংক সিম দিয়েই বাংলালিংক ওয়াইফাই সেবা উপভোগ করতে পারবেন। আপনার অব্যবহৃত বাংলালিংক সিম অথবা নতুন সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে বাংলালিংক ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

Banglalink WiFi এর সংযোগ নিতে কী করতে হবে?

বাংলালিংক ওয়াইফাই এর সংযোগ নিতে হলে প্রথমে গ্রাহকের সার্ভিস অ্যাভেইলেবিলিটি চেক করতে হবে। অর্থাৎ আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা আছে কিনা চেক করতে হবে। বর্তমানে ঢাকা, গাজীপুর,নারায়ণগঞ্জ, ময়মংসিংহ, শেরপুর, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোর ও খুলনায় বাংলালিংক ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে। বাংলালিংক ওয়াইফাই তাদের কাভারেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও এই লিংকে প্রবেশ করে আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা আছে কিনা চেক করতে পারবেন। আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা থাকলে বাংলালিংক সেন্টার থেকে রাউটারটি ক্রয় করে নিজেই সেটআপ করতে পারবেন। আপনার বাংলালিংক সিমে ৯৯৯ টাকা রিচার্জ করলেই প্যাকেজে একটিভ হয়ে যাবে।

Leave a Comment