ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল
আমাদের মধ্যে অনেকের কাছেই অলস টাকা পড়ে থাকে। সে সকল টাকা কোথাও নিরাপদে রাখা এবং পাশাপাশি তা থেকে নির্দিষ্ট পরিমাণে মুনাফা লাভ করার চিন্তা অনেকের মধ্যে থাকে। তাদের জন্যে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখা ভালো উপায়। তবে কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা সবচেয়ে ভালো হবে তা নিয়ে আলোচনা করা হবে এই আর্টিকলে।
ফিক্সড ডিপোজিট কী?
ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (Fixed Deposit Receipt) বা FDR সংক্ষেপে ফিক্সড ডিপোজিট, যা স্থায়ী আমানত নামেও পরিচিত। ফিক্সড ডিপোজিট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন বিনিয়োগকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা রাখে। এবং ঐ নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ এবং মুনাফা ফেরত পায়। ফিক্সড ডিপোজিট সাধারণত জেনারেল সেভিংস একাউন্ট থেকে বেশি সুবিধা ও সুদ দিয়ে থাকে। যেখানে সেভিংস একাউন্টে সুদের হার ১-২% সেখানে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫-১০.৫% .
ফিক্সড ডিপোজিটের মেয়াদ মূলত এক মাস , তিন মাস , ছয় মাস, এক বছর , দুই বছর , তিন বছর , পাঁচ বছর , দশ বছর বা তারও বেশি হতে পারে। ফিক্সড ডিপোজিটের মেয়াদ নির্ভর করে বিনোয়োগকারী কত দিনের জন্য রাখতে চাচ্ছেন তার উপর। আবার ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাংক ভেদে আলাদা হয়ে থাকে। কোনো ব্যাংকে সুদের হার কম আবার কোনো ব্যাংকে সুদের হার বেশি।
ফিক্সড ডিপোজিট করতে কি কি কাগজপত্র লাগে
ফিক্সড ডিপোজিট করতে সাধারণত নিচে উল্লেখ করা কাগজপত্র লাগে-
১. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
২. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. নাগরিকত্বের সনদপত্র
৪. নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
৫. নমিনির সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
এছাড়াও ব্যাংক ভেদে আরো কয়েক ধরণের কাগজপত্র লাগতে পারে।
ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে কোন কোন দিক খেয়াল রাখতে হবে?
ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে আমি যেই ব্যাংকে টাকা রাখবো সেই ব্যাংক নিরাপদ কিনা। সুতরাং সুনামধন্য ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংকে নির্বাচন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গ্রীন জোনে থাকা ব্যাংকগুলোকে আপনার পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারেন। পাশাপাশি ইউলো জোনে থাকা ব্যাংকগুলোকেও তালিকায় রাখতে পারেন। তবে রেড জোনে থাকা ব্যাংক গুলোতে টাকা রাখা আপাতত নিরাপদ হবে না। কারণ এ সকল ব্যাংকগুলো সময়মতো টাকা প্রদানে বার্থ হতে পারে।
দ্বিতীয়ত দেখতে হবে কোন ব্যাংকে ইন্টারেস্টের রেট বেশি, যারা অল্প সময়ে বেশি মুনাফা দিয়ে থাকে।
সকল নির্ভরযোগ্য ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার
বর্তমানে বিভিন্ন মেয়াদে ব্যাংকগুলো সর্বনিম্ন ২ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৫ শতাংশ পর্যন্ত এফডিআরে সুদ দিচ্ছে। নিচে ব্যাংক ভেদে ১ মাস থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের হার নিয়ে আলোচনা করা হলো-
প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার (Prime Bank Fixed Deposit Rates)
FD এর সময়কাল | সুদের হার | ||||||
৫০ লাখ টাকার নিচে | ৫০ লাখ টাকা থেকে <১ কোটি টাকা | ১ কোটি টাকা থেকে <৩ কোটি টাকা | ৩ কোটি টাকা থেকে <১০ কোটি টাকা | ১০ কোটি টাকা থেকে <২৫ কোটি টাকা | ২৫ কোটি টাকা থেকে <৫০ কোটি টাকা | ৫০ কোটি টাকার বেশি | |
১ মাস | ২% | ২% | ২% | ২% | ২% | ২% | ২% |
৩ মাস | ৭% | ৭% | ৭% | ৭% | ৭% | ৭% | ৭% |
৬ মাস | ৯% | ৯% | ৯% | ৯% | ৯% | ৯% | ৯% |
১ বছর | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% |
২ বছর | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% |
৩ বছর | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% | ১০.৫% |
ইস্টার্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার (Eastern Bank Fixed Deposit Rates)
(সর্বনিম্ন ফিক্সড ডিপোজিট ৫০ হাজার টাকা)
FD এর সময়কাল | সুদের হার | ||||||
১০ লাখ টাকার নিচে | ১০ লাখ টাকা থেকে <৫০ লাখ টাকা | ৫০ লাখ টাকা থেকে <১ কোটি টাকা | ১ কোটি টাকা থেকে <৫ কোটি টাকা | ৫ কোটি টাকা থেকে <১০ কোটি টাকা | ১০ কোটি টাকা থেকে <২৫ কোটি টাকা | ২৫ কোটি টাকার বেশি | |
১ মাস | ২% | ২% | ২% | ২% | ২% | ২% | ২% |
৩ মাস | ৬.৩৫% | ৬.৩৫% | ৬.৩৫% | ৬.৩৫% | ৬.৩৫% | ৬.৩৫% | ৬.৩৫% |
৬ মাস | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% |
১ বছর | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% | ৬.৫০% |
২ বছর | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% |
৩ বছর | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% | ৭.২৫% |
এনসিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার (NCC Bank Fixed Deposit Rates)
FD এর সময়কাল | টাকার পরিমাণ | সুদের হার | |
সর্বনিম্ন | সর্বোচ্চ | ||
২৮ দিন | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ৩ % |
১ মাস | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ৬.৫% |
৩ মাস | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ৯.৫% |
১০০ দিন | ৫ কোটি বা তার বেশি | ১০% | |
৫ কোটি টাকার কম | ৯.৭৫% | ||
৬ মাস | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ৯.৭৫% |
২০০ দিন | ৫ কোটি বা তার বেশি | ১০.২৫% | |
৫ কোটি টাকার কম | ১০% | ||
১ বছর | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ১০% |
২ বছর | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ১০% |
৩ বছর | ১০,০০০ টাকা | যেকোনো পরিমাণ | ১০% |
ব্যাংক এশিয়া ফিক্সড ডিপোজিটের হার (Bank Asia Fixed Deposit Rates)
FD এর সময়কাল | টাকার পরিমাণ | সুদের হার |
১ মাস | যেকোনো পরিমাণ | ৪ % |
৩ মাস | ১ কোটি টাকার কম | ৮.৫% |
১ কোটি টাকা বা তার বেশি | ৯% | |
৬ মাস | ১ কোটি টাকার কম | ৯% |
১ কোটি টাকা বা তার বেশি | ৯.২৫% | |
১ বছর | ১ কোটি টাকার কম | ৯.৭৫% |
১ কোটি টাকা বা তার বেশি | ৯.৭৫% | |
২ বছর | যেকোনো পরিমাণ | ৯.৭৫% |
৩ বছর | যেকোনো পরিমাণ | ৯.৭৫% |
যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার (Jamuna Bank Fixed Deposit Rates)
FD এর সময়কাল | সুদের হার |
১ মাস | ৬-৬.৫% |
৩ মাস | ৭-৮% |
৬ মাস | ৭-৮.২৫% |
১ বছর | ৭-৮.৫% |
ডাচ-বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার (Dutch-Bangla Bank Fixed Deposit Rates)
FD এর সময়কাল | সুদের হার |
৩ মাস | ২-৭% |
৬ মাস | ২.৫-৭.১% |
১ বছর | ৩-৭.২% |
২ বছর | ৩-৭.২% |
৩ বছর | ৩-৭.২% |