মেরিন ফিশারিজে ক্যাডেট হিসেবে ক্যারিয়ার, আবেদন করবেন যেভাবে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ চট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি ৪৫তম ব্যাচে ভর্তির আবেদন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট হিসেবে ভর্তির আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে।
শারীরিক যোগ্যতাঃ
আবেদনকারীর বয়স ২১ বছরের বেশি হওয়া যাবে না। পুরুষের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬২.৫ সে.মি. এবং নারীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫৫ সে.মি. হতে হবে। আবেদনকারীর বিএমআই স্বাভাবিক হতে হবে। কালার ভিশন স্বাভাবিক থাকতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/১২ এর কম হওয়া যাবে না। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়াঃ
আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীতে মৌখিক পরীক্ষা, ফিটনেস পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, চোখ ও কালার ভিশন পরীক্ষা এবং সাঁতার পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
লিখিত পরীক্ষার নিয়ম ও নম্বরবণ্টন পদ্ধতিঃ
ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ১০, গণিত ২০, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ ও জীববিজ্ঞান ২০ সর্বমোট ১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরিক্ষা অনুষ্ঠিত হবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
আবেদন ফিঃ ৬৫০/- (ছয়শত পঞ্চাশ টাকা)
অনলাইনে আবেদন করুন: এখানে
বিস্তারিত জানতে ঘুরে আসুন এখানে