ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

Posted by on in অর্থনীতি 0
1st Image

শরিয়াভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকের ফরেনসিক অডিট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন।

শনিবার অনুষ্ঠিত ব্যাংকের ২৮৩তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই সময়কালে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া এমডির দায়িত্ব পালন করবেন। 

ব্যাংকের অফিস আদেশ অনুযায়ী, সৈয়দ ওয়াসেক মো. আলীর ছুটির মেয়াদ ৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানান, “এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। আর্থিক সংস্কারের উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংক ফরেনসিক অডিট পরিচালনা করবে। এই প্রক্রিয়া শেষ হলে তিনি পুনরায় দায়িত্বে ফিরবেন।”

ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের নামে-বেনামে ৩৯ হাজার কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে, যা ব্যাংকের মোট ঋণের প্রায় ৭৫ শতাংশ। অভিযোগ রয়েছে, এই টাকা সরাতে এমডি সহায়তা করেছেন।

এছাড়াও, সম্প্রতি নাবিল গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিসহ ১৬ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে।

এই ঘটনাগুলো ব্যাংক খাতে আর্থিক অনিয়ম এবং দুর্বল ব্যবস্থাপনার বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কঠোর নজরদারি এবং সংস্কার ছাড়া এমন সমস্যার সমাধান সম্ভব নয়।