পিএসএল ২০২৫: বাংলাদেশের ৮ ক্রিকেটার অন্তর্ভুক্ত

Posted by on in খেলা 0
1st Image

আগামী শনিবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে। এর আগে লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে ড্রাফট অনুষ্ঠিত হলেও এটি প্রথমবারের মতো গোয়াদারে হতে যাচ্ছে।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি

পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার রয়েছেন শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে।
তাঁরা হলেন:

  • সাকিব আল হাসান
  • মোস্তাফিজুর রহমান
  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • তাসকিন আহমেদ
  • হাসান মাহমুদ
  • রিশাদ হোসেন
  • তানজিম হাসান
  • তাওহিদ হৃদয়

এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন:

  • অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ক্রিস লিন
  • নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, টিম সাউদি, জিমি নিশাম
  • দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন
  • শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস
  • ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার, এভিন লুইস
  • ইংল্যান্ড: জেসন রয়, অ্যালেক্স হেলস
  • আফগানিস্তান: মোহাম্মদ নবী, মুজিব উর রহমান

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ওই সময়ে হওয়ায় পিএসএল পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে আয়োজন করা হবে। একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর।

পিএসএলের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় ধরে রাখতে পারে।
ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ৮ জন খেলোয়াড় ধরে রেখেছে।
করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি: ৭ জন করে খেলোয়াড় ধরে রেখেছে।

এবারের পিএসএল ড্রাফট ও আসর নিয়ে উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়তি আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি আইপিএলের সমান্তরালে পিএসএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে দুটো টুর্নামেন্টের দর্শক ও খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা যোগ করবে।