Home বাংলাদেশ রাজনীতি নাহিদ ইসলামের নেতৃত্বে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

নাহিদ ইসলামের নেতৃত্বে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

Posted by on in বাংলাদেশ 0
1st Image

এই বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক তথ্যে জানা যাচ্ছে যে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে চলতি মাসেই একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, অস্থায়ী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। দলীয় দায়িত্ব নেওয়ার আগেই তিনি সরকারের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে, যা অতি দ্রুতই সম্পন্ন হবে। অন্যদিকে সরকারের সঙ্গে যুক্ত থাকা বাকি দুইজন ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না; তারা নির্বাচন ঘনিয়ে এলে পদত্যাগ করবেন।

৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ঘটলে, ছাত্র নেতৃত্বের মাধ্যমে নতুন কোনো দল আসবে কি-না—সে প্রসঙ্গে নানা জল্পনা শুরু হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি ঘোষণা করতে শুরু করে এবং গঠন করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওই নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত শাখা বিস্তার করছে। মূলত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলনেই নতুন দলটি গঠিত হবে। প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো দলের আবির্ভাব খুব অস্বাভাবিক ঘটনা নয়। বর্তমান সরকারের আমলেও বেশ কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, এ রকম বেশিরভাগ দলই রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। সেক্ষেত্রে ছাত্রদের নেতৃত্বে গঠিত এই রাজনৈতিক দল কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তা নিয়েই এখন মূলত আগ্রহ এবং আলোচনা চলছে। ইতোমধ্যেই বিভিন্ন মহলে দলটি নিয়ে নানান মন্তব্য ও বিশ্লেষণ শুরু হয়েছে।