প্রায় দুই বছর আগে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর পরিচালিত ‘সুড়ঙ্গ’, যেখানে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি, যা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর নতুন সিনেমার জন্য অপেক্ষার অবসান ঘটেনি। অবশেষে, ২০২৫ সালে শিহাব শাহীনের ‘দাগি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন নিশো।
নিশোর অনুপস্থিতি: পরিকল্পনার অংশ?
অনেকেই মনে করেছিলেন নিশো হয়তো ইচ্ছাকৃতভাবে পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। কিন্তু এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “আমি কোথাও হারিয়ে যাইনি, বরং পরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত করেছি। সিনেমা নিয়ে আমার নিজস্ব চিন্তাধারা আছে, আমি চাই নির্দিষ্ট সময়ে সঠিক কাজটি দর্শকদের সামনে তুলে ধরতে। সব কিছু আগেভাগে জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি না।”
নিশো আরও জানান, ‘দাগি’ ছাড়াও বেশ কিছু প্রজেক্ট চূড়ান্ত হয়েছে, তবে সেগুলো নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না। তিনি বলেন, “প্রত্যেক কাজের জন্য নির্দিষ্ট সময় দরকার। ক্যারিয়ারের ২৩-২৪ বছর পর সিনেমায় নাম লেখালাম, সেখানে তাড়াহুড়োর কোনো জায়গা নেই। আমি সবসময় সেরা গল্প ও সঠিক সময়ের অপেক্ষায় থাকি। ‘দাগি’ও সেই পরিকল্পনার অংশ।”
টিভি নাটক থেকে ওটিটি ও সিনেমায় যাত্রা
প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন নিশো। সাম্প্রতিক সময়ে তিনি ‘রেডরাম’, ‘কাইজার’, ও ‘সিন্ডিকেট’-এর মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে দীর্ঘ বিরতির কারণে দর্শকরা তাঁর নতুন কাজের অপেক্ষায় ছিলেন। নিশো স্বীকার করেন, “আমি অভিনয় মিস করি, বিশেষ করে নাটকের সময়টা অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে ওটিটি ও সিনেমায় বেশি সময় নিয়ে কাজ করার সুযোগ থাকায় সৃজনশীলতা ধরে রাখা সম্ভব হয়। এর পাশাপাশি কিছু বিজ্ঞাপনের কাজও করেছি।”
‘দাগি’ নিয়ে নিশোর ভাবনা
নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে চান না নিশো। তবে তিনি জানান, “এই ছবির গল্প আমাকে মুগ্ধ করেছে। আমি সবসময় ব্যতিক্রমী গল্পের সন্ধানে থাকি, যেখানে অভিনয়ের গভীরতা থাকবে। সিনেমায় অ্যাকশন, থ্রিল, রোমাঞ্চ সব থাকতে পারে, তবে গল্পটাই এখানে মূল বিষয়। ‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
নতুন ঘোষণার পদ্ধতি: ভিন্নধারার প্রচারণা
দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মতোই ‘দাগি’র ঘোষণা এসেছে বিশেষ এক ভিডিওর মাধ্যমে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এ বিষয়ে নিশো বলেন, “এভাবে সিনেমার ঘোষণার কৌশল আগে কেউ নেয়নি, তাই এটা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। মহরত হলে আরও ভালো হতো, তবে এই নতুন পদ্ধতিও বেশ উপভোগ্য হয়েছে।”
শাকিব খান ও নিশোর প্রতিযোগিতা: শিল্পের উন্নতি
২০২৩ সালের ঈদে নিশোর ‘সুড়ঙ্গ’ এবং শাকিব খানের ‘প্রিয়তমা’ একসঙ্গে মুক্তি পেয়েছিল, যা দুই তারকার ভক্তদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করে। এ বিষয়ে নিশো বলেন, “ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা থাকাটা জরুরি। ভালো ভালো কাজ এলে দর্শকের রুচি উন্নত হয়। কেবল আমার সিনেমা মুক্তি পাক, তা চাই না। বরং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
চরিত্রের জন্য লুক পরিবর্তন
‘দাগি’ সিনেমায় নিশোর নতুন লুক নিয়ে অনেক আলোচনা হয়েছে। বড় চুল ও নতুন স্টাইল কি শুধুই সিনেমার প্রয়োজনে? নিশো জানান, “চুল লম্বা করা শুধুমাত্র ‘দাগি’র জন্য নয়, বরং চরিত্রের প্রয়োজনেই এটি করা হয়েছে। সিনেমায় আমাকে বিভিন্ন লুকে দেখা যাবে, যা চরিত্রের গভীরতা প্রকাশ করবে।”
আফরান নিশোর প্রত্যাবর্তন ‘দাগি’ সিনেমার মাধ্যমে আরও একবার প্রমাণ করবে যে তিনি বড় পর্দার জন্য কতটা প্রস্তুত। তাঁর অনুরাগীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, আর নিশোও মনে করেন, “ভালো কিছুর জন্য অপেক্ষা করাই সঠিক সিদ্ধান্ত। দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”