Home বাংলাদেশ আবহাওয়া সকালের কুয়াশা ঘন হলেও শীত বাড়ার সম্ভাবনা নেই

সকালের কুয়াশা ঘন হলেও শীত বাড়ার সম্ভাবনা নেই

Posted by on in বাংলাদেশ 0
1st Image

সকালের আকাশ কুয়াশায় ঢাকা থাকলেও শীত বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ১০টার দিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়ার বর্তমান অবস্থা

গত কয়েকদিনের তুলনায় আজকের সকাল কিছুটা ভিন্ন। সকাল থেকেই বাতাসে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। তবে দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।

কুয়াশার কারণ

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের ব্যাখ্যা অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা ঘন হয়েছে। গতকাল ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ, যা আজ বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছে। একইভাবে দেশের দক্ষিণাঞ্চলেও জলীয় বাষ্পের মাত্রা ৯৪ শতাংশের বেশি, যার ফলে ঘন কুয়াশা দেখা দিয়েছে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা

আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ কম। অন্যদিকে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।  

কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হয়ে যাবে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তাই শীত বাড়ার সম্ভাবনা আপাতত নেই।