Home আন্তর্জাতিক আমেরিকা যুক্তরাষ্ট্র-চীন নতুন বাণিজ্য যুদ্ধ

যুক্তরাষ্ট্র-চীন নতুন বাণিজ্য যুদ্ধ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করেছেন। এর পরিপ্রেক্ষিতে চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এই বাণিজ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলির ওপর শুল্ক আরোপের হুমকি দেয়ার কথাও উঠে এসেছে, যদিও এর ব্যাপারে কিছু নিশ্চিততা পাওয়া যায়নি।

চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের পর, চীনও ৪ ফেব্রুয়ারি থেকে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে। ট্রাম্পের অধীনে, মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, কৃষি যন্ত্রপাতি, ও বড় ইঞ্জিনের গাড়ির ওপরও শুল্ক আরোপের ঘোষণা দেয়া হয়েছে। গত সপ্তাহে চীন গুগলের বিরুদ্ধে একক আধিপত্য বিস্তার নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, মার্কিন ডিজাইনার ব্র্যান্ড কেলভিন ক্লেইন এবং টম হিলফিজার’কে চীন তার অবিশ্বস্ত এনটিটি হিসেবে তালিকাভুক্ত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ করেন। কিন্তু মেক্সিকো ও কানাডার সাথে সমঝোতা হয়ে গেলে তাদের বিরুদ্ধে শুল্ক স্থগিত রাখা হয়, তবে চীনের বিরুদ্ধে শুল্ক বজায় রাখা হয়। ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, তবে আমদানি করা গাড়িতে শুল্কের বিষয়টি এখনো অমীমাংসিত।

চীনের বিরুদ্ধে এই নতুন শুল্ক আরোপের পর, বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার অভিযোগ এনে বিশ্ব বাণিজ্য সংস্থায় একটি মামলা করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের পক্ষে রায় দেবে না। ট্রাম্প শীঘ্রই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন, তবে তিনি এ বিষয়ে তাড়াহুড়ো করবেন না বলে জানিয়েছেন। 

বিশেষজ্ঞদের মতে, চীন এখন ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা আগের চেয়ে অনেক শক্তিশালী।