Home অর্থনীতি টিসিবির ট্রাকে স্বজনপ্রীতি ও ওজনে কম দেওয়ার অভিযোগ

টিসিবির ট্রাকে স্বজনপ্রীতি ও ওজনে কম দেওয়ার অভিযোগ

Posted by on in অর্থনীতি 0
1st Image

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির ট্রাক থেকে ভর্তুকিযুক্ত পণ্য সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নারী-পুরুষের দীর্ঘ লাইন, অপেক্ষার পরও পণ্য না পাওয়া, স্বজনপ্রীতি ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

টিসিবির পণ্য সংগ্রহে দুর্ভোগ

কারওয়ান বাজারে সোমবার দুপুরের চিত্র ছিল এমন— নারী-পুরুষের দীর্ঘ লাইন, যারা সকাল থেকে অপেক্ষা করেও পণ্য পাচ্ছেন না। অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন, কারণ পণ্য শেষ হয়ে যাচ্ছে দ্রুত। কিছু ব্যক্তি বেশি পণ্য পাচ্ছেন, যাদের পরিচিতজন ট্রাকের কর্মী। ওজনে কম দেওয়ার অভিযোগ, ক্রেতারা পরিমাপে কম পণ্য পাওয়ার অভিযোগ তুলেছেন।  

ভুক্তভোগীদের অভিজ্ঞতা

টিসিবির পণ্য কিনতে নাখালপাড়া থেকে আসা রাশেদা বলেন, "সকাল ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু বিকেল ৩টায়ও পণ্য পেলাম না। অথচ কিছু মানুষ ট্রাক থেকে বস্তাভর্তি পণ্য নিয়ে যাচ্ছে!" মনোয়ারা, যিনি আট সদস্যের সংসারের দায়িত্ব পালন করছেন, বলেন, "কেউ বেশি পণ্য পাচ্ছে, কেউ কিছুই পাচ্ছে না। ট্রাকের কর্মীরা মুখ চিনে পণ্য দিচ্ছেন। নিয়ম না থাকায় অনিয়মই হচ্ছে!" একই অভিযোগ করেন কল্পনা, যিনি পণ্য মেপে দেখেছেন,  "প্রতি পণ্যে ১০০ গ্রাম করে কম দেওয়া হয়েছে। অভিযোগ জানালেও কেউ পাত্তা দেয় না!"

স্বজনপ্রীতি ও ওজনে কম দেওয়ার অভিযোগ

একাধিক ক্রেতার অভিযোগ, ট্রাকে থাকা কর্মীরা পরিচিতদের বেশি পণ্য দিচ্ছেন, যার ফলে অন্যরা বঞ্চিত হচ্ছেন। হাজারীবাগ থেকে আসা রীনা ও সানোয়ারা বলেন, "আমাদের পরিচিত একজন ট্রাকে আছেন, তাই আমরা বেশি পণ্য পেয়েছি।" ট্রাকের এক কর্মীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানান, তবে বলেন, "বিশেষ কিছু মানুষকে একটু বেশি দেওয়া হয়েছে, কারণ তাদের পরিবারের সদস্য অসুস্থ।" এদিকে মেসার্স মন্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ছেলে মামনুন দাবি করেন, "ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেওয়া হচ্ছে না, কিছু ক্ষেত্রে ভুল হতে পারে। তবে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন।"

টিসিবির অবস্থান ও প্রতিক্রিয়া

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, "কোনো ডিলারের বিরুদ্ধে স্বজনপ্রীতি বা ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।" অন্যদিকে বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে ছোলা, খেজুরসহ পাঁচটি পণ্য বিক্রি শুরু হয়েছে। 

টিসিবির পণ্যের মূল্য তালিকা (২০২৫)

টিসিবির পণ্যের মূল্য তালিকা নিচে দেয়া হলো:

পণ্য পরিমাণ মূল্য (টাকা)
ভোজ্যতেল ২ লিটার ১০০ টাকা/লিটার
মসুর ডাল ২ কেজি ৬০ টাকা/কেজি
চিনি ১ কেজি ৭০ টাকা
ছোলা ২ কেজি ৬০ টাকা/কেজি
খেজুর ৫০০ গ্রাম ১৫৫ টাকা

স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হলেও অনিয়ম ও দুর্নীতি তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মতান্ত্রিকভাবে বিতরণ না হওয়ায় অনেকে বঞ্চিত হচ্ছেন, আর কিছু সুবিধাভোগী স্বজনপ্রীতি ও ওজনে কম পণ্য পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মতান্ত্রিক বিতরণ ব্যবস্থা চালু করা জরুরি।