বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আন্তর্জাতিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ আসরে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি মাঠে থাকবেন।
শরফুদ্দৌলা সৈকতের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর এই প্রথম তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
তার সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এদিকে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ।
শরফুদ্দৌলা সৈকত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে তিনি অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন। এছাড়া ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড রয়েছে। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান খেলবে। এই টুর্নামেন্টে ১২টি গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান মূল আয়োজক দেশ হলেও, ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
শরফুদ্দৌলা সৈকত বাংলাদেশের একজন গর্বিত আম্পায়ার, যিনি এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। তাঁর দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ হিসেবে এটি একটি বড় অর্জন। আশা করা যায়, তার নেতৃত্বে ক্রিকেটের এই টুর্নামেন্ট আরও অনেক সাফল্য দেখাবে।