বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন শ্বেতা
মায়ানগরীতে কখনও কখনও ফটোশিকারিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। অধিকাংশ সময়ে তারকারা পেশাগত কারণে বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেন। আবার কখনও কখনও ধৈর্যচ্যুতি ঘটলে তখন বিপত্তি ঘটে। ঠিক যেমনটা হল ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সঙ্গে। নিজ বাড়ির দরজা খুলে বাইরে বের হতেই ফটোশিকারিদের উপর মেজাজ হারালেন অভিনেত্রী।
লোহার দরজা খুলতেই দেখেন, বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন ফটোশিকারিরা। দেখামাত্রই জিজ্ঞেস করেন, ‘‘কে আপনারা? কোথা থেকে এসেছেন?’’ অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন কোনও পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান শ্বেতা।
শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ চর্চিত হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের টানাপড়েন কখনও তাঁর অভিনয়কে প্রভাবিত করতে পারেননি। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও নিজেকে সামলে এগিয়ে গেছেন তিনি।