বাংলাদেশে মুক্তির তিন মাস পর অবশেষে ভারতীয় দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত এ সাইকোলজিক্যাল থ্রিলারটি ২০২৩ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও নির্মাতারা শুরু থেকেই এটিকে ‘প্যান-ইন্ডিয়ান’ সিনেমা হিসেবে দাবি করেছিলেন এবং একই দিনে ভারতসহ বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা করেছিলেন, বাস্তবে তা হয়নি। তিন মাস পর, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি, ‘দরদ’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটির ভারতীয় মুক্তির ঘোষণা দিয়ে এসকে মুভিজ এক পোস্টে লিখেছে—
"খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।" তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নাকি ভারতের অন্যান্য রাজ্যেও সিনেমাটি মুক্তি পাবে, সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।
‘দরদ’-এর গল্পের কেন্দ্রবিন্দু বারানসিতে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড। শহরের প্রভাবশালী ব্যক্তিরা একের পর এক খুন হতে থাকেন, যা সবাইকে হতবাক করে দেয়। এসব ঘটনার জন্য সন্দেহের তীর যায় দুলু মিয়া নামের এক ব্যক্তির দিকে। কিন্তু সত্যিই কি সে অপরাধী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?
এই সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটিতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আরও রয়েছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব ও রাজেশ শর্মা।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। একইসঙ্গে তিনি সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও রচনা করেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। পাশাপাশি হিন্দি সংস্করণের সহ-প্রযোজক হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে মোট সাতটি গান রয়েছে সিনেমাটিতে। হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ, আর বাংলা গানগুলোর রচনায় ছিলেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।
বিশ্বব্যাপী ‘দরদ’ পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ ও ভারতের পর ভবিষ্যতে সিনেমাটি অন্যান্য দেশেও মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। ‘দরদ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে, এখন দেখার পালা, ভারতীয় বক্স অফিসে সিনেমাটি কতটা প্রভাব ফেলতে পারে!