Home বাংলাদেশ প্রশাসন ওয়াসা, রাজউক ও পানি উন্নয়ন বোর্ডে অনিয়মের খোঁজে দুদকের অভিযান

ওয়াসা, রাজউক ও পানি উন্নয়ন বোর্ডে অনিয়মের খোঁজে দুদকের অভিযান

Posted by on in বাংলাদেশ 0
1st Image

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প, রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এবং পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে অভিযান পরিচালনা করেছে।  

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে নানাবিধ অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম সরেজমিনে পরিদর্শন করে। হালিশহরস্থ নির্মাণাধীন ট্রিটমেন্ট প্লান্টে দেয়ালে ফাটল দেখতে পায় টিমটি।  
প্রকল্প পরিচালক জানান, ফাটল মেরামতের কাজ চলছে। এ ছাড়া, ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ১৫ বছর একই পদে দায়িত্ব পালন, স্বজনপ্রীতি, গুরুত্বপূর্ণ পদে গ্রেডেশন লিস্ট ছাড়াই পদোন্নতি দেওয়া এবং অফিস নথি বিনষ্টকরণসহ বিভিন্ন অভিযোগের নথি সংগ্রহ করা হয়েছে।

দুদক আরও জানতে পারে, ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পে ওয়াসার সাবেক এমডির একজন নিকটাত্মীয় কর্মরত রয়েছেন। এ নিয়োগ বিধি মোতাবেক হয়েছে কিনা, তা যাচাই করা হবে।

রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্তৃক প্লট বরাদ্দ প্রদানে অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে অভিযান চালায়।
পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা প্রকল্পে বিশেষ কোটায় প্লট বরাদ্দের বিষয়টি পর্যালোচনা করে দেখা যায়, Rajdhani Unnayan Kartipakkha (Allotment of Lands) Rules, 1969 এর সংশোধিত ধারা ১৩(১)(গ) এর আওতায় অনেক নাগরিককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দুদক টিম বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচনালা নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে। পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী কার্যালয় থেকে নথিপত্র সংগ্রহ করে নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে সেচনালা সরেজমিনে পরিদর্শন করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সংগৃহীত নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।