কে জিতবে কোপা? ভবিষ্যদ্বাণী করলো সুপারকম্পিউটার অপ্টা

Posted by on in খেলা 0
1st Image

প্রায় প্রতি ম্যাচের আগে সঠিক ভবিষ্যৎবাণী করে বারবার আলোচনায় এসেছে সুপারকম্পিউটার অপ্টা। অন্যবারের মতো এবারো টুর্নামেন্ট শুরু আগে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু (শতাংশ) তা জানিয়েছে সুপারকম্পিউটারটি। 

Copa_America_Time_Schedule_BD

সুপারকম্পিউটারটির মতে, এবার কোপার শিরোপা জয়ের ক্ষেত্রে ফেবারিট বর্তমান সম্ভাব্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে পার্সেন্টে খুব বেশি পিছিয়ে নেই ব্রাজিলও।

Opta_Analyst_Copa_America

অপ্টার ভবিষ্যদ্বাণীর সারসংক্ষেপ হলো, আর্জেন্টিনার  জয়ের মধ্য দিয়ে কোপার মুকুট তাদের ধরে রাখার সম্ভাবনা ৩০.৮ শতাংশ। অন্যদিকে সেলেসাওদের কোপার শিরোপা পুনরুদ্ধারের ব্রাজিলের সম্ভাবনা ২৩.৩ শতাংশ। আবার যেহেতু কোপার সর্বোচ্চ শিরোপাজয়ী উরুগুয়ে। আর্জেন্টিনার সমান ১৫ টি শিরোপা তাদের। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলছে তারা। তাই সুপারকম্পিউটারটি বলছে লুইস সুয়ারেজ-কাভানিদের কোপা জয়ের সম্ভাবনা ১২.৬ শতাংশ। অন্যদিকে বলিভিয়া এবং জ্যামাইকার কোপার শিরোপা জয়ের সম্ভাবনা শূন্যের কোটায় বলেও ভবিষ্যৎবাণী করেছে সুপারকম্পিউটারটি।