বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীনফোন। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা গ্রামীনফোন গ্রাহক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর। শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ ও দুর্দান্ত গতির ইন্টারনেট সেবা দেওয়ার কারণে গ্রামীনফোন সকলের কাছেই সমাদৃত। প্রতিনিয়ত এর গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামীনফোন সিমকে সংক্ষেপে জিপি সিম নামে ডাকা হয়। আমরা যারা জিপি সিম খুব একটা ব্যবহার করি না এবং যারা নতুন জিপি সিম ব্যবহার করে তারা বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে কিভাবে জিপি নাম্বার দেখে, জিপি ব্যালেন্স কোড, জিপি ইন্টারনেট অফার কোড, জিপি মিনিট কোড, জিপি মিনিট অফার, জিপি এমবি কোড, জিপি এমারজেন্সি ব্যালেন্স কোড এবং জিপি কাস্টমার কেয়ার নাম্বার কোনটি ইত্যাদি বিষয়গুলি জানেন না। গ্রামীন সিম ব্যবহার করলে এসকল তথ্য জানা প্রয়োজন। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে জিপি সিমের এসকল শর্টকোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও গ্রামীনফোনের ই-সিম কি, এটি কিভাবে কাজ করে এবং জিপি ই সিম কোথায় পাওয়া যায় তা বিস্তারিত জানতে পারবো।
নিচের যে অংশটি সম্পর্কে জানতে চান, ক্লিক করুন
- কিভাবে জিপি সিমের নাম্বার চেক করে?
- কিভাবে জিপি সিমে ব্যালেন্স চেক করে?
- জিপি রিচার্জ অফার ২০২৪
- কিভাবে জিপি মিনিট অফার ২০২৪ দেখে?
- কিভাবে জিপি মিনিট কিনবো?
- কিভাবে জিপি মিনিট চেক করে?
- জিপি ইন্টারনেট অফার কোড
- জিপি সিমে এমবি কিনবো কিভাবে?
- জিপি এমবি চেক কিভাবে করবো?
- জিপি এসএমএস চেক করতে হয়?
- জিপি কাস্টমার কেয়ার নাম্বার কোনটি?
- জিপি সিমে অনলাইনে রিচার্জ করবো কিভাবে?
- জিপি ই-সিম কী?
- জিপি ই-সিম কোথায় পাওয়া যায়?
জিপি সিমের নাম্বার চেক করে (GP Number Check) কিভাবে?
আমরা যারা গ্রামীনফোন সিমের গ্রাহক তারা যদি নিজেদের নাম্বার ভুলে যাই সেক্ষেত্রে খুব সহজেই নিজের নাম্বারটি বের করতে পারি। নিজের জিপি নাম্বারটি চেক করতে চাইলে আপনাকে প্রথমে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড অপশনে। ডায়াল প্যাডে গিয়ে নিচের কোডটি টাইপ করে ডায়াল করতে হবে।
কোড: *2#
উপরের কোডটি ডায়াল করার পর ফ্ল্যাশ মেসেজে আপনার নিজের নাম্বারটি দেখতে পাবেন।
কিভাবে জিপি সিমে ব্যালেন্স (GP Balance Check) চেক করে?
জিপি সিমে মূল ব্যালেন্স চেক করতে চাইলে নিচের কোডটি মোবাইলের ডায়াল প্যাড অপশনে গিয়ে টাইপ করে ডায়াল করতে হবে।
কোড: *566#
উপরোক্ত কোডটি ডায়াল করার পর অল্প সময়ের মধ্যে আপনার মূল ব্যালেন্সে কত আছে জানিয়ে দেয়া হবে।
জিপি রিচার্জ অফার ২০২৪ (GP Recharge Offer 2024)
জিপি সিমে রিচার্জে নিচের কলরেট অফারটি বর্তমানে সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকের জন্য বিদ্যমান রয়েছে।
অফার | মেয়াদ | রিচার্জের পরিমান |
৫৪ পয়সা / মিনিট (10 Sec Pulse) | ৩৬৫ দিন | ৯৮৯ টাকা |
৫৪ পয়সা / মিনিট (10 Sec Pulse) | ৯০ দিন | ৫০৯ টাকা |
৬০ পয়সা / মিনিট (1 Sec Pulse) | ৬০ দিন | ৩০৯ টাকা |
৯৯ পয়সা / মিনিট (10 Sec Pulse) | ৩০ দিন | ১৫৯ টাকা |
৬৯ পয়সা / মিনিট (10 Sec Pulse) | ৭ দিন | ৯৪ টাকা |
৬৯ পয়সা / মিনিট (10 Sec Pulse) | ২ দিন | ৪৪ টাকা |
কিভাবে জিপি মিনিট অফার (Grameenphone minute offer) ২০২৪ দেখে?
আপনার নিজের সিমের জন্য বিদ্যমান মিনিট অফারটি দেখতে চাইলে নিচের কোডটি ডায়াল করুন।
কোড: *121#
উপরের কোডটি ডায়াল করার পর আপনার সামনে মিনিট ও এমবি অফারের লিস্ট আসবে। আপনার পছন্দের অফারটি নির্বাচন করে সেসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
কিভাবে জিপি মিনিট (GP Minute Pack) কিনবো?
নিচে কয়েকটি মিনিট প্যাকের শর্টকোড দেওয়া হলো:
প্যাকেজ | মেয়াদ | কোড |
১১৫০ মিনিট ৭২৯ টাকা | ৩০ দিন | *121*729# |
৮০০ মিনিট ৫১৯ টাকা | ৩০ দিন | *121*519# |
৫৫০ মিনিট ৩৭৯ টাকা | ৩০ দিন | *121*379# |
৪৬০ মিনিট ৩০৯ টাকা | ৩০ দিন | *121*319# |
১৪০ মিনিট ১০৯ টাকা | ৭ দিন | *121*109# |
১০ মিনিট ৮ টাকা | ৬ ঘণ্টা | *121* 4022# |
কিভাবে জিপি মিনিট চেক (GP Minute Check) করে?
গ্রামীনফোন গ্রাহকেরা তাদের ক্রয়কৃত মিনিট প্যাকের অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে গ্রাহককে নিচের কোডটি ডায়াল করতে হবে।
কোড: *121*1*2#
জিপি ইন্টারনেট অফার কোড (Grameenphone Internet Offer Code)
নিচে গ্রামীনফোনের ইন্টারনেটের কয়েকটি জনপ্রিয় অফারের শর্টকোড দেওয়া হলো:
ইন্টারনেট প্যাক | মেয়াদ | কোড |
২ জিবি ৬৯ টাকা | ৩ দিন | *121*3969# |
৬ জিবি ১০৮ টাকা | ৩ দিন | *121*3908# |
৩০ জিবি ২২৯ টাকা | ৭ দিন | *121*3229# |
৪ জিবি ১২৯ টাকা | ৭ দিন | *121*3129# |
জিপি সিমে এমবি কিনবো কিভাবে?
গ্রামীনফোন সিমে এমবি কিনতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড অপশনে। তারপর নিচের কোডটি ডায়াল করুন।
কোড: *121#
উপরের কোডটি ডায়াল করলে আপনার সামনে বিভিন্ন অপশন আসবে। এই অপশনগুলো থেকে আপনাকে ইন্টারনেট প্যাক অপশনে যেতে হবে। ইন্টারনেট অপশনে আপনি বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাক দেখতে পাবেন। আপনার পছন্দের ইন্টারনেট প্যাক সিলেক্ট করে বিস্তারিত দেখতে ও কিনতে পারবেন। এছাড়াও মাই জিপি (My GP) অ্যাপের মাধমেও ইন্টারনেট কিনতে পারবেন।
জিপি এমবি চেক (Grameenphone Internet Balance Check) কিভাবে করবো?
গ্রামীনফোন সিমে অবশিষ্ট ইন্টারনেট চেক করতে চাইলে নিচের কোডটি ডায়াল প্যাড অপশনে গিয়ে টাইপ করে ডায়াল করতে হবে।
কোড: *121*1*4#
জিপি এসএমএস চেক করতে হয়?
জিপিতে এসএমএস চেক করার কোডটি নিচে দেওয়া হলো
কোড: *566*2#
জিপি কাস্টমার কেয়ার নাম্বার কোনটি?
আপনার গ্রামীণফোন সিম ব্যাবহারে কোনো সমস্যার সম্মুখীন হলে কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে গ্রামীনফোন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। গ্রামীনফোন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন।
গ্রামীনফোন কাস্টমার নাম্বার: 121
গ্রামীনফোন লাইভ চ্যাট (Grameenphone Live Chat)
গ্রামীনফোনের লাইভ চ্যাটের মাধমেও বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চাইলে এই লিংকে ক্লিক করে পেইজের নিচে ডানপাশে অবস্থিত লাইভ চ্যাট বাটনে ক্লিক করুন।
জিপি সিমে অনলাইনে রিচার্জ করবো কিভাবে?
আপনার জিপি সিমে অনলাইনে রিচার্জ করতে পারবেন এই লিংক এর মাধ্যমে।
লিংক : GP Online Recharge
জিপি ই-সিম (GP e sim) কী?
ই-সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই-সিমের পুরো নাম এমবেডেড সিম(embedded SIM)। যা আপনার ফোন, স্মার্টওয়াচ বা ট্যাবলেটে এমবেডেড করা আছে। সাধারণ সিম এবং ই-সিমের মধ্যে পার্থক্য হলো, ই-সিম দ্বারা কোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয়না। ই-সিম যেহেতু মোবাইলে এমবেডেড অবস্থায় থাকে তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা থাকবেনা। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেসে অত্যাধুনিক ই-সিম প্রযুক্তি উন্মোচন করেছে দেশের বেশ কয়েকটি টেলিকম কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে গ্রামীনফোনও নিয়ে এসেছে অত্যাধুনিক এই টেকনোলজি। বাংলাদেশের সর্বপ্রথম গ্রামীণফোন ই সিম (GP esim) লঞ্চ করেছে।
কোথায় জিপি ই সিম কিনতে (Buy esim gp) পাওয়া যায়?
জিপি ই-সিম নিতে চাইলে ই সিম সাপোর্টেড ডিভাইস সাথে নিয়ে আপনাকে নিকটস্থ গ্রামীনফোন সেন্টারে যেতে হবে। অথবা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। জিপি ই সিমের বর্তমান মূল্য ২৯৯ টাকা।