বাংলালিংক আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ফোন অপারেটর। গ্রাহক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে বাংলালিংক এর অবস্থান তৃতীয়। বর্তমানে বাংলালিংক সিমের জনপ্রিয়তা অন্যান্য অপারেটরের তুলনায় অত্যন্ত বেশি। তাই বাংলালিংক সিম ব্যবহার করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সিম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন। কিংবা নতুন সিম কেনার পর অনেকে সিমের নম্বর ভুলে যান। পাশাপাশি বাংলালিংক ব্যালেন্স চেক, বাংলালিংক মিনিট চেক, বাংলালিংক এমবি চেক, বাংলালিংক মিনিট চেক, বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড, বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক এবং বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার অনেকের কাছেই জানা থাকে না। তাই প্রত্যেক বাংলালিংক সিম ব্যাবহারকারীদের এসকল কোড জানা প্রয়োজন। আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনারা বাংলালিংক সিমের এসকল শর্টকোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া বাংলালিংক ই-সিম এবং বাংলালিংক ই-সিম কোথায় পাওয়া যায় এ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
নিচের যে অংশ জানতে চান ক্লিক করুন
- কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করবো?
- বাংলালিংক সিমে মিনিট কিভাবে কিনবো?
- কিভাবে বাংলালিংক সিমের মিনিট চেক করবো?
- কিভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করবো?
- বাংলালিংক সিমে এমবি কিভাবে কিনবো?
- বাংলালিংক এমবি অফার ২০২৪ দেখবো কিভাবে?
- কিভাবে বাংলালিংক সিমের এমবি চেক করবো?
- কিভাবে বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেব?
- কিভাবে বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবো?
- বাংলালিংক সিমে এসএমএস কিভাবে কিনবো?
- কিভাবে বাংলালিংক সিমে এসএমএস চেক করবো?
- বাংলালিংক ই-সিম কী?
- বাংলালিংক ই-সিম কোথায় পাওয়া যায়?
কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করবো?
বাংলালিংক সিমের নাম্বার চেক করার সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো আপনার মোবাইলের ডায়াল প্যাডে একটি কোড ডায়াল করে নাম্বার দেখা। বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য প্রথমে আপনাকে ডায়াল প্যাড বা যেখানে কাউকে কল করার জন্য নাম্বার টাইপ করতে হয় সেখানে যেতে হবে। তারপর নিচে দেয়া কোডটি টাইপ করতে হবে।
কোড: *511#
উপরোক্ত কোডটি ডায়াল করার আগে খেয়াল রাখতে হবে যেই সিমের নাম্বার চেক করতে চান ঐ সিম আপনার মোবাইলে প্রবেশ করানো থাকতে হবে এবং ডায়াল করার সময় ঐ সিম দিয়ে ডায়াল করতে হবে। আশা করি আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বারটি দেখতে পাবেন। তবে কারো কারো ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা দেরিতে দেখতে পারে।
বাংলালিংক সিমে মিনিট কিভাবে কিনবো?
বাংলালিংক সিমে মিনিট কেনার জন্য আপনাকে ডায়াল প্যাড অপশনে গিয়ে নিচের কোডটি নির্ভুলভাবে টাইপ করতে হবে।
কোড: *888#
উপরোক্ত কোডটি বাংলালিংক সিম দিয়ে সঠিকভাবে ডায়াল করার করার পর মিনিট কেনার জন্য একাধিক অপশন পাবেন। অপশন গুলোতে দেখতে পাবেন কত টাকায় কত মিনিট এবং এর মেয়াদ কত দিনের। অপশন গুলোর বাম পাশে নাম্বার উল্লেখ থাকে। পছন্দের মিনিট কিনতে ঐ নাম্বার রিপ্লাই অপশনে গিয়ে ডায়াল করে সেন্ড করলেই মিনিট কিনতে পারবেন।
কিভাবে বাংলালিংক সিমের মিনিট চেক করবো?
ইতিমধ্যে যারা বাংলালিংক সিমে মিনিট কিনেছেন তারা খুব সহজেই মিনিট চেক করতে পারবেন। বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য আপনাকে যেতে হবে ডায়াল প্যাড অপশনে। সেখানে গিয়ে ডায়াল করতে হবে নিমোক্ত কোডটি।
কোড: *121*100# অথবা *121*100*1*1#
উপরোক্ত কোডটি ডায়াল করার পর আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন। ফিরতি ফ্ল্যাশ মেসেজে এ দেখতে পাবেন আপনার সিমে কত মিনিট অবশিষ্ট আছে এবং মেয়াদ কবে শেষ হবে।
কিভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করবো?
বাংলালিংক সিম কেনার পর সবাই প্রথমে জানতে চান তার সিমের মূল ব্যালেন্স কত। মোবাইলে রিচার্জ করার পর ব্যালেন্স চেক করে না এমন লোক পাওয়া কঠিন। সুতরাং গুরুত্বপূর্ণ এই কোডটি সবার জানা থাকা জরুরি। বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ডায়াল প্যাড অপশনে। সেখানে গিয়ে নিন্মোক্ত কোডটি ডায়াল করতে হবে।
কোড: *124#
উপরোক্ত কোডটি ডায়াল করার পর আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।
বাংলালিংক সিমে এমবি কিভাবে কিনবো?
বাংলালিংক সিমে এমবি কিনতে হলে প্রথমে আপনাকে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড অপশনে। অতঃপর নিন্মোক্ত কোডটি ডায়াল করতে হবে।
কোড: *5000#
উপরোক্ত কোডটি ডায়াল করার পর বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাক দেখতে পাবেন। আপনার পছন্দের ইন্টারনেট প্যাকটি সিলেক্ট করে কিনতে পারবেন। আপনার পছন্দের ইন্টারনেট প্যাক দেখতে না পেলে more internet paks এ গিয়ে পছন্দ অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। এছাড়াও My Banglalink Apps এর মাধ্যমে এমবি কিনতে পারবেন।
বাংলালিংক এমবি অফার ২০২৪ দেখবো কিভাবে?
বাংলালিংক এমবি অফার দেখতে চাইলে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে নিচের কোডটি ডায়াল করুন।
কোড: *888#
এছাড়াও My Banglalink Apps এর মাধ্যমে বাংলালিংক এর বিভিন্ন অফার দেখতে পারবেন।
কিভাবে বাংলালিংক এমবি চেক করবো?
বাংলালিংক সিমের এমবি চেক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাড অপশনে। সেখানে গিয়ে ডায়াল করতে হবে নিচের দেওয়া কোডটি ডায়াল করে খুব সহজেই আপনার মোবাইলের এমবি চেক করতে পারবেন।
কোড: *5000*500#
এই কোডটি ডায়াল করে আপনার মোবাইলে থাকা এমবি চেক করতে পারবেন। এছাড়াও My Banglalink Apps এর মাধ্যমে এমবি চেক করতে পারবেন।
কিভাবে বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেব?
আপনার বাংলালিংক সিমে যখন মূল ব্যালেন্স এ টাকা থাকে না তখন জরুরি মুহূর্তে ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হয়। যখন ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হবে তখন নিচের দেয়া কোডটি ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
কোড: *874#
উপরের কোডটি ডায়াল করে যেকোনো সময়ে বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে পারবেন।
কিভাবে বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবো?
বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স মূল ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যায়। তাই আলাদা করে ব্যালেন্স চেক করা যায় না।
বাংলালিংক সিমে এসএমএস কিভাবে কিনবো?
বাংলালিংক সিমে এসএমএস কিনতে চাইলে আপনাকে নিচের কোডটি ডায়াল প্যাডে টাইপ করে ডায়াল করতে হবে।
কোড: *121*1013#
উপরের কোডটি ডায়াল করার পর আপনার সামনে বিভিন্ন মেয়াদের এসএমএস প্যাক আসবে। আপনার পছন্দের এসএমএস প্যাক খুব সহজেই কিনতে পারবেন এখানে।
কিভাবে বাংলালিংক সিমে এসএমএস চেক করবো?
বাংলালিংক সিমে এসএমএস চেক করার জন্য আপনাকে নিচের কোডটি ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে।
কোড: *121*100#
উপরের কোডটি ডায়াল করে আপনার ক্রয়কৃত এসএমএস চেক করতে পারবেন।
বাংলালিংক ই-সিম (Banglalink e SIM) কী?
ই-সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। ই-সিমের পুরো নাম এমবেডেড সিম(embedded SIM)। যা আপনার ফোন, স্মার্টওয়াচ বা ট্যাবলেটে এমবেডেড করা আছে। সাধারণ সিম এবং ই-সিমের মধ্যে পার্থক্য হলো, ই-সিম দ্বারা কোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয়না। প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোও সমানভাবে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে বাংলালিংক সবচেয়ে এগিয়ে। গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করতে ই-সিম ব্যবস্থা চালু করেছে বাংলালিংক।
বাংলালিংক ই-সিম কোথায় পাওয়া যায়?
বাংলালিংক গ্রাহকরা দেশের যে কোনো বাংলালিংক সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন। ই-সিমের বর্তমান দাম ২৫০ টাকা। ই-সিম নিয়ে বিস্তারিত তথ্য বাংলালিংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।