সেপ্টেম্বর ২০২৪ শে আপকামিং এয়ারড্রপ লিস্ট

By MD Alim

Updated on:

চলতি বছর ২০২৪ এর সেপ্টেম্বরেই লঞ্চ হতে যাচ্ছে কিছু এয়ারড্রপস। নিচে এদের লিস্টসহ এতে কাজ করার বর্ণনা দেয়া হলো। উল্লেখ্য যে এগুলোতে কাজ করতে হলে আপনাকে টেলিগ্রাম ইন্সটল থাকতে হবে।

Blum (ব্লুম) : Dogs কয়েন লঞ্চ হবার পর মানুষ সবচেয়ে আশাবাদী ব্লুমকে নিয়ে। এর বৃহৎ আকারের প্লাটফর্ম এবং নিজস্ব ওয়ালেট সুবিধা এর মূল্য বুঝিয়ে দিচ্ছে। ক্রিপ্টোকারেন্সি বিশ্বের কিছু বৃহৎ ট্রাস্টেড সাইটের মতে ব্লুম এই সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের পূর্বেই লিস্ট হতে পারে বলে ধারণা করছে। প্রাইস অনুমানে অনেকে একে টোকেন প্রতি ০.০৫ – ০.০১ ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমে আপনাকে ফার্মিং করে অথবা রেফার করে কয়েন বাড়াতে হবে। সাথে শুরু থেকে কিছু টাস্ক দেয়া থাকে যা করার মাধ্যমে আপনি প্রায় ৮ হাজার কয়েন একবারেই পেতে পারেন। ব্লুম জয়েন হতে আপনাকে প্রথমে টেলিগ্রাম (Telegram) ইন্সটল থাকতে হবে। ব্লুমে জয়েন হতে এখানে ক্লিক করুন

Catizen (কেটিজেন) : কেটিজেন আগামী ২০ সেপ্টেম্বর লিস্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি খেলার পদ্ধতি হচ্ছে। আপনাকে শুরুতে কতগুলো বিড়াল দেয়া হবে। বিড়ালগুলো একটি আরেকটির সাথে টেনে টেনে মিলালে এর লেভেল আপ হবে। এভাবে লেভেলআপে  আপনার কয়েনের পরিমান বাড়বে। কেটিজেনে যুক্ত হতে এখানে ক্লিক করূন।

Hamster (হ্যামস্টার) : হ্যামস্টার প্রজেক্টটি একটু জটিল ও সময় সাপেক্ষ। প্রথমে এতে টেপ করে কয়েন বাড়ানো যায়। তারপর মাইন (Mine) অপশন থেকে বিভিন্ন কার্ড ও প্রফিট পার আওয়ার কিনে প্রতি ঘন্টায় কাজ না করেই কয়েন পাওয়া যায়। এটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি (key) যা মিনি গেম খেলে কালেক্ট করতে হয়। এটি চলতি মাসের শেষে অথবা আগামী মাসে লিস্ট হবার কথা। হ্যামস্টারে যুক্ত হবার জন্য এখানে ক্লিক করুন। 

Rocky Rabbit (রকি রিবিট): এটি আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখে লিস্ট হতে পারে। এর কাজ প্রায় হ্যামস্টারের মতোই। টেপ করে কয়েন বাড়ানোর পাশাপাশি ম্যাুনু থেকে প্রফিট পার আওয়ার কার্ড কিনলে অটোমেটিক ঘন্টা পরপর কয়েন যুক্ত হতে থাকবে।  রকি র‌্যাবিটে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

Goats (গটস) : গটস্ প্রজেক্টটি বাইনান্স এর তথ্য অনুযায়ী আগামী ৩০ শে সেপ্টেম্বর লিস্ট হবার কথা। এই প্রজেক্টটি প্রায় লিস্টিং হওয়া ডগস (Dogs) কয়েনের মতোই। এখানে কিছু নিদিষ্ট মিশন সম্পূর্ণ করার পর প্রতি ৫ মিনিট পর পর একটি এড দেখা যায়। ১৫ সেকেন্ডের এডের জন্য প্রায় ৫০০ গটস কয়েন পাওয়া যায়। গটস্ এ যুক্ত হতে এখানে ক্লিক করুন। 

উল্লেখ্য যে এসকল এয়ারড্রপসের নিয়ম বা লিস্টিং ডেট তাদের অফিসিয়াল এনাউন্সমেন্ট অনুসারে যেকোন সময় পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে তাদের অফিসিয়াল গ্রুপে নজর রাখার জন্য অনুরোধ করা হলো। 

Leave a Comment